নিউজনাউ ডেস্ক: ইরাকে এক সপ্তাহের মধ্যে এবার তৃতীয় দফায় মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়ে রকেট ছোড়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার মার্কিন দূতাবাসকে টার্গেট করা হয়েছে।
সপ্তাহখানেক আগে ইরবিল বিমানবন্দরের কাছে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট আক্রমণ হয়। গত শনিবার বাগদাদের উত্তরে একটি বিমানঘাঁটি আক্রান্ত হয়। তারপর মার্কিন দূতাবাস লক্ষ্য করে ধারাবাহিক রকেট ছোড়া হলো। দুইটি রকেট পড়েছে গ্রিন জোনে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
কয়েক মাস শান্ত থাকার পর ইরাকের বিভিন্ন জায়গায় এক সপ্তাহে তিনবার রকেট আক্রমণ চালানো হলো। প্রতিটিরই লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সেনা বা কূটনৈতিক ভবন। নিজস্ব সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, একটি রকেট মার্কিন দূতাবাসের কাছে ইরাকের ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের সদরদফতরে পড়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই ঘটনা নিন্দনীয়। তবে তার দাবি, ”ইরানপন্থি গোষ্ঠীই এই আক্রমণ চালিয়েছে। আমরা ইরানকেই দায়ী করছি। তবে আমরা প্রত্যাঘাত করব না। ইরানের ফাঁদে পা দেব না। তা করলে ইরাকের পরিস্থিতি আরো ঘোলাটে হবে।”
নিউজনাউ/টিএন/২০২১