নিউজনাউ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হতে যাচ্ছে একটি স্থায়ী শহীদ মিনার। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেট ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের বয়নটন বিচ সিটির সারা সিম পার্কে এই শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন একদল প্রবাসী বাংলাদেশি।
গত তিন বছর ধরে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকান বাংলাদেশ পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এবিপ্যাক) নামের একটি সংগঠন। সেই উদ্যোগের সঙ্গে একাত্মতা জানিয়েছেন বয়নটন বিট সিটি মেয়র স্টিফেন বি গ্রান্ট।
এবিপ্যাকের উদ্যোগে গত তিন বছর ধরে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবারো যথাযথ মর্যাদায় সারা সিম পার্কে দিনটি পালিত হয়। করোনা মহামারির এই সময়ে সিডিসি’র নীতিমালা অনুসরণ করে পার্কের উন্মুক্ত মাঠে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করে।
সেখানে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন অস্থায়ী একটি শহীদ মিনার। ফ্লোরিডার স্থানীয় সময় রবিবার দুপুরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর একুশে ফেব্রুয়ারির অমর সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বয়নটন বিচ সিটি মেয়র স্টিফেন বি গ্র্যান্ট, পাম বিচ কাউন্টির ডিসট্রিক্ট টু-এর কমিশনার গ্রেগ ওয়াজ। মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠন এবিপ্যাকের সিইও ও প্রতিষ্ঠাতা ইমন করিম, প্রেসিডেন্ট আব্দুল কাদের সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সিওও মাহি হোসেন, ভাইস প্রেসিডেন্ট টিটন মালিক, সিএফও আব্দুল্লাহ রিপন, ট্রেজারার একরামুল হোসেন রুবেল, পাম বিচ কাউন্টির প্রেসিডেন্ট আরশাদ আলী, ব্রওয়ার্ড কাউন্টির প্রেসিডেন্ট আরিফুল হক টনি, ডেড কাউন্টির প্রেসিডেন্ট আব্দুল সালাম, সেন্ট লুসি কাউন্টির প্রেসিডেন্ট মো. আকরাম হোসেন এবং অরল্যান্ডো কমিটির প্রেসিডেন্ট এ কে এম হোসেন হিটুসহ অনেকে।
নিউজনাউ/টিপিএম/২০২১