alo
ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লার হয়ে গতির ঝলক দেখাতে ঢাকায় পাকিস্তানের নাসিম

প্রকাশিত: ২১ জানুয়ারী, ২০২৩, ১১:৩৬ পিএম

কুমিল্লার হয়ে গতির ঝলক দেখাতে ঢাকায় পাকিস্তানের নাসিম
alo

 


নিউজনাউ ডেস্ক: বিপিএল যেনো এইবার পাকিস্তানি ক্রিকেটারদের চাঁদের হাট। এইবার আসছে আরেক পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহ। শুরুতে খুলনা টাইগার্সের হয়ে কথা থাকলেও এইবার বিপিএল মাতাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে । 


কুমিল্লার হয়ে খেলতে বাংলাদেশে আসার কথা নিজেই জানিয়েছেন নাসিম। বিমানে বসে টুইটারে ছবি পোস্ট করেন ডানহাতি এই পেসার।

তিনি গনমাধ্যমে লেখেন , ‘আবারও আসছি। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশের পথেই আছি। ’ 

গত বছর পাকিস্তানের হয়ে টি টুয়েন্টিতে অভিষেক হয় এই পেসারের । মাএ ১৬ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি।তবে সব ধরণের টি-টোয়েন্টিতেও তার তেমন একটা দাপট নেই তার। তবে গতি আর সুইংয়ে ঝলক দেখিয়ে তিনি এখন পেসারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই অবস্থায় খুলনায় গেলে দলের জন্য ভীষণ উপকারী হতে পারতেন তিনি। কেননা খুলনা এখন একপ্রকার খাবি খাচ্ছে। ৫ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে।


এদিকে বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে তিন জয় নিয়ে কুমিল্লা আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। প্রথম তিন ম্যাচে হারলেও পরের তিন ম্যাচে টানা জয় তুলে নেয় তারা।

অন্যদিকে নাসিম খুলনায় না খেললেও এখানে আছেন মঈন খানের ছেলে আজম খান ও পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। 


নিউজনাউ/এসবি/পিপিএন/২০২৩

X