alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে স্বাগতিকদের হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো কুমিল্লা

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৩, ১১:৩৯ পিএম

চট্টগ্রামে স্বাগতিকদের হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো কুমিল্লা
alo

 

চট্টগ্রাম ব্যুরো: বিপিএলে হারতে হরেতে তলানিতেন চলে গিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একটা জয় যেন ছিল তাদের জন্য ফরজ। আর সেটি এলো লিটন দাসের ঝড়ের পর মোহাম্মদ রিজওয়ানের হাত ধরে। চট্টগ্রামে স্বাগতিকদের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করে টুর্নামেন্টে প্রথম জয় পেল কুমিল্লার দলটি। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের চতুর্দশ ম্যাচে প্রথম জয়ের দেখা পেল কুমিল্লা। সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল। 

আগে বোলিং করে চট্টগ্রামকে ১৩৫ রানে বেঁধে রেখেছিল কুমিল্লা। মোস্তাফিজুর রহমানের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া মুকিদুল ইসলাম মুগ্ধ দারুণ বোলিং করেছেন। পরে লিটন দাসের ঝড়ো ইনিংস ও মোহাম্মদ রিজওয়ানের দায়িত্বশীল ইনিংসের কল্যাণে সহজেই ম্যাচ জিতেছে কুমিল্লা। পঞ্চম ম্যাচ খেলতে নামা চট্টগ্রামের এটা তৃতীয় হার।

সোমবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩৫ রানের জবাবে কুমিল্লার শুরুটা হয়েছে দুর্দান্ত। শুরুতে রীতিমতো ঝড় তুলেছিলেন লিটন দাস। মাত্র ২২ বলে ৪টি চার ৩টি ছয়ের সাহায্যে ৪৪ রান করেন লিটন। তিনে নামা অধিনায়ক ইমরুল কায়েস (১৫) ও চারে নামা জনসন চার্লস (০) পর পর ফিরেছেন। তবে তাতে বেগই পেতে হয়নি কুমিল্লাকে।

কারণ অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান একপ্রান্ত আগলে রেখেছিলেন শেষ অবদি। যাতে জাকের আলীর ২৩ বলে ২২ ও খুশদিল শাহর ১০ বলে ১০ রানের ইনিংসে ১৭.৩ ওভারেই জয়ের জন্য ১৩৭ রান তুলে ফেলে কুমিল্লা। পাকিস্তানি তারকা রিজওয়ান ৩৫ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে কুমিল্লার বোলাররা দারুণ বোলিং করেছেন। শুরুতেই হার্ড হিটার উসমান খানকে ফিরিয়ে মাঝের ওভারগুলোতে কিপটে বোলিং করেছেন হাসান আলী, মোসাদ্দেক হোসেন, খুশদিল শাহরা। আফিফ হোসেন ধ্রুব ও ম্যাক্স ও'ডয়েড অনেকক্ষণ ক্রিজে থাকলেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। শেষ দিকে তরুণ পেসার মেহেদি হাসান রানার সঙ্গে অধিনায়ক শুভাগত হোম বেশ ভালো একটু জুটি গড়েছিলেন। স্বাগতিক চট্টগ্রাম বলার মতো একটা স্কোর পেয়েছে সেই কারণেই।

 

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে চট্টগ্রাম। ২৩ বলে ৪টি চার ১টি ছয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন শুভাগত হোম। আফিফ ২১ বলে ২৯ ও ম্যাক্স ও’ডয়েড ২৪ বলে ২৪ রান করেছেন। শেষ দিকে ৮ বলে ১৩ রান করেছেন পেসার মেহেদি রানা।

কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসান আলী, মোসাদ্দেক হোসেন সৈকত ও খুশদিল শাহ।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X