alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

স্টেডিয়ামহীন হয়ে পড়ার শঙ্কায় পিএসজি!

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৩, ০১:৪১ পিএম

স্টেডিয়ামহীন হয়ে পড়ার শঙ্কায় পিএসজি!
alo

নিউজনাউ ডেস্ক: ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের হোম গ্রাউন্ড 'পার্ক দেস প্রিন্সেস'। সেই হোম গ্রাউন্ড নিয়েই এবার দ্বন্দ্বে জড়িয়েছে ক্লাবটি। প্যারিস নগর কর্তৃপক্ষের সাথে এই দ্বন্দ্বের মূল কারণ মাঠের মালিকানা নিয়ে।

১৮৯৭ সালে স্থাপিত এই স্টেডিয়াম নতুন করে পুনর্গঠন করা হয় ১৯৭২ সালে। এর দুই বছর পর থেকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে ফরাসি ক্লাব 'পিএসজি'। কিন্তু স্টেডিয়ামটির মালিকানা থেকে যায় নগর কর্তৃপক্ষের কাছেই।

সম্প্রতি পিএসজির মালিকপক্ষ 'পার্ক দেস প্রিন্সেস' নগর কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে চাইলে তারা এটা বিক্রির জন্য নয় বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় স্টেডিয়ামহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেসহ তারকাময় ক্লাবটি।

পিএসজির একজন মুখপাত্র নিজের হতাশা প্রকাশ করে জানিয়েছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেই ও তাদের সমর্থকদের পার্ক দেস প্রিন্সেস থেকে সরিয়ে দিতে চায়।’ এমনটি যে ঘটতে পারে, সে কথা আগেই অনুমান করতে পেরেছিলেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি। এছাড়া গত নভেম্বরেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছিলেন যে পিএসজি পার্ক দেস প্রিন্সেসে সমর্থকদের আর ‘স্বাগত জানাবে না’। 

তিনি আরও জানান, বিকল্পও খোঁজা হচ্ছে। এমনকি সেই বিকল্পই হতে পারে পিএসজির গন্তব্য। তবে এরই মধ্যে দুই পক্ষের সমঝোতা হলে অবশ্য পার্ক দেস প্রিন্সেসই থাকবে পিএসজির ঘরের মাঠ।

X