নিউজনাউ ডেস্ক: দিন কয়েক আগে বেফাঁস মন্তব্যের মাধ্যমে কিংবদন্তি জিনেদিন জিদানকে অসম্মান করে ফুটবল দুনিয়ায় চরমভাবে নিন্দিত হয়েছেন। তীব্র সমালোচনার পর শেষ পর্যন্ত জিদানের কাছে নিঃর্শত ক্ষমা চাইতে বাধ্য হন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লা গ্রায়েত। তবে শুধু নিন্দিত হওয়াই নয়, ৮১ বছর বয়সি গ্রায়েত এবার খেলেন আরো বড় ধাক্কা। ফ্রান্স ফুটবল প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েয়ে তাকে।
গতকাল জরুরি এই সভা ডেকে এফএফএফর নির্বাহী কমিটি বিতর্কিত নোয়েল লা গ্রায়েতকে সভাপতির পদ থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এফএফএফের গোপন সূত্রের বরাত দিয়ে গ্রায়েতকে বরখাস্ত করার খবরটি প্রচার করেছে ফ্রান্সের বিএফএম টেলিভিশন। লা গ্রায়েতকে অব্যাহতি দিয়ে এফএফএফের সহসভাপতি ফিলিপে দিয়ালোকে অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
জিদানকে অসম্মান করে এফএফএফকে কলঙ্কিত করার ব্যাপারটি তো আছেই, তবে নোয়েল লা গ্রায়েতকে বরখাস্ত করার মূল কারণটা অন্য। মূল কারণটা হলো, লা গ্রায়েতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ফ্রান্সের নারী ফুটবল এজেন্ট সনিয়া সৌদ। জিদানের ঘটনার পরপরই, ৯ ডিসেম্বর ফ্রান্সের সাবেক ভলিবল তারকা সনিয়া সৌদ এফএফএফ সভাপতির বিরুদ্ধে গুরুতর এই অভিযোগটা আনেন। তবে নোয়েল লা গ্রায়েত অভিযোগ অস্বীকার করেন। কিন্তু দোষ অস্বীকার করেও লাভ হলো না কোনো। জিদানের মতো কিংবদন্তিকে অসম্মান করায় এমনিতেই গ্রায়েতের ওপর তেতে ছিল সবাই। সেই আগুনের মধ্যেই ঘি ঢালেন ২০০৪ সালে ফ্রান্সের সুন্দরি প্রতিযোগিতায় অংশ নেওয়া লাস্যময়ী সনিয়া সৌদ।
নিউজনাউ/আরবি/২০২৩