alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মাশরাফির সিলেটের জয়রথ থামাতে পারলো না কুমিল্লাও

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৩, ০৬:১২ পিএম

মাশরাফির সিলেটের জয়রথ থামাতে পারলো না কুমিল্লাও
alo

 

নিউজনাউ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফির সিলেট সিক্সার্সের জয়রথ অব্যাহত আছে। সোমবার বিপিএলের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা হারলো টানা দ্বিতীয় ম্যাচে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। জবাবে সিলেট ৫ উইকেটের জয় পায় ১৪ বল হাতে রেখে। টানা তিন জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে সবার উপরে সিলেট সিক্সার্স। অন্যদিকে টানা দুই হারে ষষ্ঠ স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

১৫০ রানের লক্ষ্যে খেলতে নামা সিলেট শুরুতে মোহাম্মদ হ্যারিসের উইকেট হারালেও জয় পেতে তেমন বেগ পেতে হয়নি দলটির। মুশফিক, জাকির ও তৌহিদের ব্যাটে ঠিকই তুলে নেয় দারুণ জয়। ৩৭ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন তৌহিদ হৃদয়। চার ছক্কার পাশাপাশি তিনি হাঁকান তিনটি চার। মুশফিকুর রহিম ২৮ রানে থাকেন অপরাজিত। জাকির হোসেন ২০, নাজমুল হোসেন শান্ত ১৯ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে ৪৩ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকের আলী। তিন ছক্কার পাশাপাশি দুটি চার হাঁকান তিনি। ৩৯ বলে তিন চারে ৩৭ রান করেন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার লিটন দাস ব্যর্থ। ৪ বলে দুই চারে তিনি করেন ৮ রান। অধিনায়ক ইমরুল কায়েসও (২) পারেননি জ্বলে উঠতে। ১২ বলে ২০ রান করেন সৈকত আলী। লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নবী, আবু হায়দার ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।

বল হাতে সিলেটের হয়ে থিসারা পেরেরা ও মোহাম্মদ আমির দুটি করে উইকেট নেন। অধিনায়ক মাশরাফি ও ইমাদ ওয়াসিম পান একটি করে উইকেট।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X