alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চেতন শর্মার নেতৃত্বেই ভারতের নতুন নির্বাচক কমিটি

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৩, ০৯:২২ পিএম

চেতন শর্মার নেতৃত্বেই ভারতের নতুন নির্বাচক কমিটি
alo

নিউজনাউ ডেস্ক: ফের চেতন শর্মাতে আস্থা রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। সাবেক এই পেসারকে চেয়ারম্যান করে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত নভেম্বরে নতুন নির্বাচক কমিটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই।  চেতন শর্মার সাথে আগের কমিটিতে থাকা সুনিল জোশি, হারভিন্দর সিং ও দেবাশিস মোহান্তিকে বাদ দেয়া হয়েছে।

পাঁচ সদস্যের কমিটির বাকি চার জন হলেন শিব সুন্দর দাস, সলিল আনকোলা, সুব্রত ব্যানার্জী ও শ্রীধরন শরৎ।

শনিবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে বোর্ড জানাই ক্রিকেট উপদেষ্টা কমিটির (সিএসি) সুপারিশের ভিত্তিতে চেতন সহ বাকী চার সদস্যকে নিয়োগ দেওয়ার কথা।

নতুন কমিটির পাঁচটি পদের জন্য আবেদন করেছিলেন প্রায় ৬০০ জন। সেখান থেকে সাক্ষাৎকারের জন্য তালিকাভুক্ত করা হয় ১১ জনকে। সাক্ষাৎকারের পর ওই পাঁচ জনের নাম সুপারিশ করে সিএসি।   


৪৮ টেস্ট ও ৯৫ ওয়ানডে সম্মিলিতভাবে খেলার অভিজ্ঞতা আছে নতুন কমিটির পাঁচ জনের।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X