alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

পিএসজির জয়, ছিলো না ত্রিরত্ন

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৩, ০৯:১৬ পিএম

পিএসজির জয়, ছিলো না ত্রিরত্ন
alo

নিউজনাউ ডেস্ক: আর্জেটাইন তারকা লিওনেল মেসি বিশ্বকাপ পরবর্তীতে ছুটি কাটিয়ে পিএসজিতে ফিরেছেন দেরীতে। শুক্রবার (০৬ ডিসেম্বর) ফ্রেঞ্চ কাপের ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা থাকলেও তা আর হয়নি। 

শাতোহুর বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে ও নেইমার মাঠে নামেনি। এ তিন তারকা না খেললেও ম্যাচে আধিপত্য ছিলো পিএসজির। 

হুগো একিতিকে, কার্লোস সোল ও হুয়ান বার্নাটের গোলে ৩-১ গোলে ম্যাচ জিতেছে পিএসজি। শাতোহুর পক্ষে একটি গোল পরিশোধ করেন নাতানেল এনতোলা।

মেসিকে কাতার বিশ্বকাপের চাপ কাটিয়ে উঠতে আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন পিএসজি কোচ ক্রিস্টেফার গালতেয়ার। ফলে শাতোহুর বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি।

ম্যাচের আগে গালতেয়ার বলেন, ‘বিশ্বকাপে দারুণ খেলেছে মেসি। দায়বদ্ধতার প্রমাণ দিয়ে দেশে গিয়ে সবার সঙ্গে উচ্ছ্বাস করেছে। চেয়েছিলাম বাড়িতে পরিবারের সঙ্গে থাকাকালীনই ধকল কাটিয়ে উঠুক। কিন্তু এখনো মেসি খেলার মতো জায়গায় আসেনি। তাই ও খেলবে না। ওর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। চাই ফরাসি লিগে পরের ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠুক।’

নিউজনাউ/এইচকে/পিপিএন/২০২৩

X