alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামের সন্তান রাব্বির নেতৃত্বে বিপিএল মিশনে খুলনা

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৮ পিএম

চট্টগ্রামের সন্তান রাব্বির নেতৃত্বে বিপিএল মিশনে খুলনা
alo

 

নিউজনাউ ডেস্ক: বিপিএলে খুলনা টাইগার্সের দলে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দলটির আইকন খেলোয়াড়ও তিনি। তবে খুলনা টাইগার্সের অধিনায়ক করা হয়েছে চট্টগ্রামের আরেক সন্তান, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির রাব্বিকে।

খুলনার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি, সিনিয়র ক্রিকেটার তামিম  ও দলটির টিম ম্যানেজমেন্ট মিলে ইয়াসিরকে নেতৃত্বভার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক ভিডিও বার্তায় চট্টগ্রামে জন্ম নেওয়া ডানহাতি ব্যাটার ইয়াসিরকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে খুলনা টাইগার্স কর্তৃপক্ষ। 

ফ্র্যাঞ্জাইজিটির ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম দলটির নিজস্ব ফেসবুক পেজে এক বার্তায় বলেছেন, ‘আমরা অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, আইকন খেলোয়াড় তামিম ইকবাল ও দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে একাধিক বৈঠকের পর সিদ্ধান্তে এসেছি যে, দলের অধিনায়ক হবেন ইয়াসির আলী চৌধুরী।’

শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম ও সিলেট মুখোমুখি হবে। খুলনা প্রথম ম্যাচ খেলবে শনিবার। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটরস। 

খুলনা টাইগার্সের দল: সরাসরি চুক্তি: তামিম ইকবাল, আজম খান (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আভিস্কা ফার্নান্ডো (শ্রীলঙ্কা) ও নাসিম শাহ (পাকিস্তান)।

ড্রাফট থেকে: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল ফন মেকেরিন (নেদারল্যান্ডস), শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X