alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বিপিএলে চট্টগ্রামের নেতা শুভাগত হোম

প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৩, ০৯:১০ পিএম

বিপিএলে চট্টগ্রামের নেতা শুভাগত হোম
alo

 

নিউজনাউ ডেস্ক: বছর ঘুরে আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) উন্মদনা। চার ছক্কার আওয়াজ, দর্শকভর্তি গ্যালারির টানটান উত্তেজনায় ভরা এই আসরের নবম সিজন মাঠে গড়াতে যাচ্ছে শুক্রবার থেকে। ইতিমধ্যে অংশগ্রহণকারী দল গুছানো হয়ে গিয়েছে এবং অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কের নাম প্রকাশ হয়েছে। এইবার সে তালিকায় নাম লিখিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চমকপ্রদ বিষয় হলো নবম আসরে দলটির অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ শুভাগত হোম। 

শোনা যাচ্ছিল গত আসরের মতো এইবারও চট্টগ্রাম দলের দায়িত্ব সামলাবেন আফিফ হোসেন। তবে সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত শুভাগতর কাঁধেই উঠল গুরুদায়িত্ব। চট্টগ্রাম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিপিএল-৯ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের চ্যালেঞ্জ নেবেন শুভাগত হোম।’

শুভাগত হোম যিনি কিনা একসময় বাংলাদেশ জাতীয় দলেও খেলেছেন।কিন্তু অফফর্মে থাকার কারণে দলের বাইরেই ছিলেন সবসময়। জাতীয় দলের বাইরে থাকা আজ সেই খেলোয়াড় এখন চট্টগ্রামের অধিনায়ক। এখন দেখার বিষয় হলো কতটুকু তিনি তার সার্মথ্য দিয়ে দলকে এগিয়ে নিতে যায় ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্তিতে: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্পের (আয়ারল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তৌফিক খান তুষার।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X