alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রোনালদোকে বরণে প্রস্তুত সৌদির ক্লাব

প্রকাশিত: ০৩ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৪ পিএম

রোনালদোকে বরণে প্রস্তুত সৌদির ক্লাব
alo

নিউজনাউ ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নিতে প্রস্তুত সৌদি আরবের ক্লাব আল নাসর। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সিআর সেভেনকে আনা হবে রিয়াদের এম আর সুল স্টেডিয়ামে। গ্যালারিতে উপস্থিত থাকবে অন্তত ২৫ হাজার দর্শক। ব্যক্তিগত বিমানে এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন রোনালদো। রোনালদোর আগমনে মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবলে উন্নতির ছোঁয়া লাগবে বলে মনে করেন আল নাসর কোচ রুদি গার্সিয়া।

রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত গার্সিয়া বলেন, 'ক্রিস্তিয়ানো রোনালদোর মানের একজন খেলোয়াড়কে দলে টানতে পারাটা অসাধারণ ব্যাপার এবং (তার আগমন) সৌদি ফুটবলের উন্নতিতে অবদান রাখবে।'

রোনালদোকে পেয়ে আল নাসর ক্লাব ভাসছে উচ্ছ্বাসে। গোটা সৌদি ফুটবলে নতুন জোয়ার। বেড়েছে ক্লাবটির ব্র্যান্ড ভ্যালু। রোনালদোর নম্বর জার্সি কেনার হিড়িক লেগেছে রিয়াদসহ বিভিন্ন শহরে।

পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর সিআর সেভেনকে দলহীন অবস্থায় কাটাতে হয়েছে এক মাসেরও বেশি সময়। এরপর আল নাসরের সঙ্গে দেনদরবার করে বিপুল পরিমাণ বেতন-ভাতায় সেই ক্লাবেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আড়াই বছরে ২০ কোটিরও বেশি ইউরো ঢুকতে চলেছে রোনালদোর পকেটে।

আল নাসর ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে প্রকাশ্যে আনা হবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ভরা গ্যালারিতে বরণ করে নেওয়া হবে তারকা এই ফুটবলারকে। এরপর মাঠে নামার পালা। বৃহস্পতিবার আল তাইয়ের বিরুদ্ধে আল নাসরের জার্সিতে দেখা যেতে পারে রোনালদোকে।

 

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আবদুল আজিজ বিন তুর্কি বলেছেন, ‘রোনালদোর সৌদিতে আসা এই দেশের ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এবার সব ক্লাবই চেষ্টা করবে ইউরোপ, লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের আনতে।

কাতার বিশ্বকাপের আগেই রোনালদোর আল নাসরে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। বিশ্বকাপের মাঝপথে রোনালদোর সঙ্গে সম্পর্ক শেষ করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বকাপের পরে রোনালদোকে পাকাপাকিভাবে নিয়ে নেয় সৌদির ক্লাবটি। করা হয় ২০২৫ সাল পর্যন্ত চুক্তি। বছরে রোনালদো পাবেন প্রায় সাড়ে সাত কোটি ডলার।

 

নিউজনাউ/এমআরএইচ/২০২৩

 

X