নিউজনাউ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের হয়েও নুরুল হাসান সোহানের নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজে অধিনায়কত্ব করেছিলেন তিনি। সেই সোহান এবার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিতেও নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। রোববার (১ জানুয়ারি) তাকে অধিনায়ক করার কথা জানায় রংপুর। ফেসবুকে এক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি বলে, ‘রংপুর রাইডার্সের ক্যাপ্টেন নির্বাচিত হলেন নুরুল হাসান সোহান!’
সোহান অধিনায়ক হওয়ার তার নেতৃত্বে খেলবেন শোয়েব মালিক, সিকান্দার রাজা ও বেনি হাওয়েলের মতো তারকারা। এদের মধ্যে হাওয়েল ছাড়া বাকি সবাইকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল রংপুর। রংপুরে বড় তারকাদের মধ্যে আরও রয়েছেন মুজিব উর রহমনা, হারি রউফ, ও মহেশ থিকশানা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। এর পরেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে রংপুর। উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বেলা ২টায়। আর দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।
রংপুর রাইডার্স স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক) , মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, শোয়েব মালিক, সিকান্দার রাজা, পাথুম নিসাঙ্কা, জেফ্রে ভেন্ডারসে, মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, রাকিবুল হাসান, শামিম হোসেন, রিপন মন্ডল, আজমতউল্লাহ ওমরজাই, অ্যারন জোনস, রনি তালুকদার, পারভেন হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু, বেনি হাওয়েল, সাইম আয়ুব, মহেশ থিকশানা ও মুজিব উর রহমান।
নিউজনাউ/জেআর/২০২৩