alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

সৌদির ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মেসির আর্জেন্টিনা, পরাজয়ে শুরু

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২, ০৬:২৮ পিএম

সৌদির ৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মেসির আর্জেন্টিনা, পরাজয়ে শুরু
alo

 

নিউজনাউ ডেস্ক: টানা ৩৬ ম্যাচে অপরাজিত দলটিই বিশ্বমঞ্চের প্রথম ম্যাচে সৌদি আবরের বিপক্ষে অঘটনের শীকার হলো। পাঁচ মিনিটের ঝড়ে মেসির আর্জেন্টিনার শুরুটা হলো ভুলে যাওয়ার মতোই।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে সৌদি আরব।

যদিও আর্জেন্টাইন সমর্থকদের জয়ের স্বপ্নে বড় বাঁধা হয়ে দাঁড়ায় অফসাইডের বাঁশি! হ্যাঁ, নাটকীয় প্রথমার্ধে সৌদি আরবের জালে তো ৪ বারই বল পাঠিয়েছিল আর্জেন্টিনা। এর মধ্যে ১০ মিনিটে পেনাল্টি থেকে করা মেসির গোলটিই টিকে রইল, বাকি ৩টি আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য পাতা সৌদি আরবের অফসাইডের ফাঁদে আটকে গেছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে সৌদি আরবের হয়ে সমতা ফেরান সালেহ আল শেহরি।  পাঁচ মিনিট পর ডি বক্সের কিছুটা বাইরে থেকে  বুলেট গতির শটে দর্শনীয় এক গোল করেন সালেম আল দাওয়াসারি। আর তাতেই হার নিশ্চিত হয় নীল সাদাদের।

নিউজনাউ/পিপিএন/২০২২

X