alo
ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা, অফসাইডে বাতিল ৩ গোল

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২, ০৫:১৬ পিএম

মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা, অফসাইডে বাতিল ৩ গোল
alo

 

নিউজনাউ ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে  ১০ মিনিটেই পেনাল্টি থেকে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

আইকনিক লুসাইল স্টেডিয়ামে আজ মঙ্গলবার খেলার ৮ম মিনিটেই কর্নার কিক পায় আর্জেন্টিনা। কিক নেন মেসি। এ সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো প্যারেদেসকে ফেলে দেন আল বুলাইহি। এরপরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

৭ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিওনেল মেসির এটাই শেষ বিশ্বকাপ এবং এবারই শেষ সুযোগ তার বিশ্বকাপ জয়ের। সে লক্ষ্যেই সৌদি আরবের বিপক্ষে সূচনাটা ভালোই হয়েছে বলা যায় মেসির।এই গোলে একটি কীর্তিও গড়া হয়ে গেল মেসির। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের চারটি ভিন্ন আসরে গোল করলেন তিনি। শেষ ৬ ম্যাচে এটি মেসির ১২তম গোল, সব মিলিয়ে ৯২তম।

 

 

কিন্তু এরপরই শুরু হতাশার গল্প। অফসাইডের কারণে তিনটি গোল বাতিল হওয়া বড় ব্যবধানে প্রথমার্ধ শেষ করতে পারেনি লিওনেল স্কালোনির দল।

তবে এই পেনাল্টির পর দারুণ একটা পরিসংখ্যানও সামনে চলে এলো। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম পেনাল্টি থেকে গোল করলো আর্জেন্টিনা।

নিউজনাউ/পিপিএন/২০২২

X