alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

চোটে পড়ে দল থেকে ছিটকে গেলেন মেসি

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২২, ০৮:৩৯ পিএম

চোটে পড়ে দল থেকে ছিটকে গেলেন মেসি
alo

নিউজনাউ ডেস্কঃ রাতে ফরাসি লিগে মাঠে নামতে যাচ্ছে পিএসজি। তবে পায়ের পেশিতে চোট পাওয়ায় ছিটকে গেছেন লিওনেল মেসি। ফলে রাঁসের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের।  

 

আজ শনিবার (৮ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে খুব শিগগিরই অনুশীলনে মাঠে ফিরবেন মেসি, এমনটাই প্রত্যাশা প্যারিসিয়ানদের।

মেসির ইনজুরি আপডেট নিয়ে পিএসজি জানিয়েছে, পরীক্ষানিরীক্ষার পর এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। রোববার বাকি পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। তবে আপাতত দলের পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না।  

গত বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের শেষদিকে চোট পান মেসি। তার গোলেই লিড পেয়েছিল পিএসজি। কিন্তু ৯০ মিনিট শেষ হওয়ার ৯ মিনিট আগেই তাকে তুলে নেন কোচ ক্রিস্তফ গালতিয়ের। এ নিয়ে তখন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে পরে জানা যায়, চোটের কারণেই তাকে তুলে নেন গালতিয়ের।  

পর্তুগিজ জায়ান্টদের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচ শেষে গালতিয়ের বলেন, 'মেসি ক্লান্ত হয়ে পড়েছিল। তুলে নেওয়ার মিনিট দুয়েক আগে সে বদলি নামানোর ইঙ্গিত দিচ্ছিল। '

আগামী মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে ফের বেনফিকার মুখোমুখি হবে পিএসজি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসের ওই ম্যাচে মেসিকে পাওয়ার প্রত্যাশা ফরাসি জায়ান্টদের। এরপর ১৬ অক্টোবর লিগে মার্শেইয়ের মুখোমুখি হবে তারা।

নিউজনাউ/একে/২০২২

X