জার্মানি প্রতিনিধি: প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক পাহাড় পর্বত আর হ্রদ নিয়েই সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা ইয়ুংফ্রাউ ম্যারাথন। বরাবরের মতই এবারো বাংলাদেশের পতাকা হাতে সেই আন্তর্জাতিক ম্যারাথনে ৪২.২ কিঃ মিঃ পথ পাড়ি দিলেন দেশের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ শিব শংকর পাল।
দেশটির ইন্টারলাকেন পর্বত থেকে শুরু হওয়া ম্যারাথনটিতে সমতল ছাড়াও ১৯৫৩ মিটার উচুতে অবস্থিত আলপেন, আইগার, মোইন্খ ও ইয়ুংফ্রা পর্বত হয়ে ব্রিয়েনজার হ্রদের পাশ দিয়ে আইগারগেলটশারে গিয়ে শেষ হয়।
নিজের ১১৭তম ম্যারাথনে অংশ নিয়ে শিব শংকর পাল বলেন, চমৎকার এই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়ানোর মত গর্বের আর কিছুই নেই।
ম্যারাথনটিতে ২ ঘন্টা ৫৯ মিনিট ১৭ সেকেন্ডস সময় নিয়ে পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন আফ্রিকার মার্ক কানগোগো আর নারীদের মধ্যে চ্যাম্পিয়ন জার্মানির দৌড়ের রানী লাউরা হোটেনরোট। তিনি সময় নেন ৩ ঘন্টা ২৭ মিনিট ৩০ সেকেন্ডস।
নিউজনাউ/এবি/২০২২