alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

রানি এলিজাবেথের মৃত্যুতে কিংবদন্তি পেলের আবেগঘন পোস্ট

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:০২ এএম

রানি এলিজাবেথের মৃত্যুতে কিংবদন্তি পেলের আবেগঘন পোস্ট
alo

 

নিউজনাউ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পেলে দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে স্মৃতি বিজড়িত ৪টি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথমবার যখন রানি দ্বিতীয় এলিজাবেথকে ব্যক্তিগতভাবে দেখেছিলাম, তখন থেকে আমি তার একজন মহান ভক্ত। ফুটবলের প্রতি ভালোবাসার সাক্ষী হতে ১৯৬৮ সালে তিনি ব্রাজিল এসেছিলেন। সেসময় রানি মারাকানার জাদু দেখতে পেয়েছিলেন।’

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে কিংবদন্তি পেলের আবেগঘন পোস্ট

ফুটবলের রাজা লেখেন, ‘কয়েক বছর পর রানি দ্বিতীয় এলিজাবেথ উদারভাবে আমাকে যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে ভূষিত করেন। তার কর্মগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

পেলে আরও লেখেন, ‘এই দুঃখের দিনে আমি এই স্মৃতি ভাগ করে নিচ্ছি। ব্রিটিশ রাজপরিবার ও যুক্তরাজ্যের সব বন্ধুদের কাছে আমার স্নেহের বার্তা এবং প্রার্থনা পাঠাচ্ছি।’

প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জ্যামাইকা, অ্যান্টিগুয়া এবং বারবুডা, বাহামা, বেলিজ, গ্রেনাডা, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্টসহ ১৫টি রাজ্যের রানি হিসেবে ছিলেন।

দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পেলের আবেগঘন পোস্ট

রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন এবং তার জীবদ্দশায় বিশাল সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হন। ব্রিটেনের সিংহাসনে তিনি আসীন ছিলেন ৭০ বছর ধরে। চলতি বছরই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছিলেন তিনি।

রানিকে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল গত মঙ্গলবার। সেদিন বালমোরাল প্রাসাদে রানির সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। সেই সঙ্গে নতুন সরকার গঠনের অনুমতিও নেন।

নিউজনাউ/আরবি/২০২২

X