নিউজনাউ ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-ভারত। এই ম্যাচে শুরুর হাসিটা হাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই দেশ সর্বশেষ মুখোমুখি হয়েছিল ১০ মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে। সেই দুবাইয়েই আবার দুই দেশের মোলাকাত আজ। উপলক্ষ এনে দিয়েছে এশিয়া কাপ টি-টোয়েন্টি আসর। পাক-ভারত মহারণে মুদ্রা নিক্ষেপণে জয়ী হয়েছে ভারত। দর্শক পরিপূর্ণ দুবাই আর্ন্তজাতিক স্টেডিয়ামে টস জেতার পর ভারত বোলিং বেছে নিয়েছে।
সেই ম্যাচ তো বটেই, সেই বিশ্বকাপেই দুবাইয়ের মাটিতে বাড়তি সুবিধা পেয়েছে পরে ব্যাট করা দল। সে ধারাটা এশিয়া কাপের শুরুর ম্যাচেও দেখা গেছে। শুরুতে ব্যাট করা শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়েই দিয়েছে আফগানিস্তান।
এদিকে বাবর আজম জানালেন, টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতে চাইতেন তিনি। তবে সেটা যেহেতু হাতে নেই তার, তাই নিয়তি মেনে নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক।
দুই দলের একাদশ-
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।
নিউজনাউ/আরবি/২০২২