alo
ঢাকা, বুধবার, মে ৩১, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

আইপিএলের ফাইনাল দেখতে ভারতে যাবেন বিসিবি সভাপতি

প্রকাশিত: ২৫ মে, ২০২৩, ১১:৫৮ পিএম

আইপিএলের ফাইনাল দেখতে ভারতে যাবেন বিসিবি সভাপতি

 

নিউজনাউ ডেস্ক: দেখতে দেখতে ফুরিয়ে এসেছে আইপিএলের আসর। আগামী রবিবার (২৮ মে) আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানদের। আসন্ন এশিয়া কাপ নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশারও সেদিন সমাধান হতে যাচ্ছে বলে শোনা গেছে। 

সূচী অনুযায়ী এবারের আসরের আয়োজক পাকিস্তান হলেও বিসিসিআই তাতে বাঁধ সাধে। তারা জানায় ভারত পাকিস্তানে খেলতে যাবে না। যার ফলে পিসিবি কর্তৃক বিভিন্ন 'হাইব্রিড মডেল' প্রস্তাব করা হয়। তাদের দেওয়া দু’টি হাইব্রিড মডেলের মধ্যে একটি ছিল, ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অন্যসব ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে হবে। অন্য বিকল্প ছিলো, গ্রুপ পর্বের প্রথম চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ভারতের ম্যাচসহ ফাইনাল হবে নিরপেক্ষ ভেন্যুতে। 

দ্বিতীয় প্রস্তাব অনুসারে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এক্ষেত্রে শারজাহ এবং আবুধাবির চেয়ে দুবাইতে টিকিট বেশি বিক্রির সম্ভাবনার কথা মাথায় রেখেছে পিসিবি। দুটি ধাপে হতে পারে এশিয়া কাপ। যদিও সেপ্টেম্বরে আরব আমিরাতে অতিরিক্ত গরম থাকবে বিধায় সেখানে খেলতে রাজী নয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসলেও ভেন্যু নিয়ে জটিলতার সমাধান মেলেনি এখনো। তবে এবার সবুজ সংকেত দিলেন বিসিসিআই সদস্য সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। জানা গেছে, আইপিএলের ফাইনালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রধানরা আমন্ত্রিত হয়ে যাবেন আহমেদাবাদে। সেখানে জয় শাহর সাথে বৈঠক হবে তাদের। এই বৈঠকেই মূলত এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হতে পারে।

জয় শাহ বলেন, ‘বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতিরা আইপিএল ফাইনাল দেখতে আহমেদাবাদ আসবেন। আমরা তাদের সাথে এশিয়া কাপ নিয়ে আলাপ করব।' 

উল্লেখ্য, চলতি বছরের ১-১৭ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা রয়েছে। 

নিউজনাউ/এসজেটি/পিপিএন/২০২৩

X