alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আইরিশ দুর্গ তছনছ করে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০৯:২১ পিএম

আইরিশ দুর্গ তছনছ করে বাংলাদেশের রেকর্ড গড়া জয়
alo

নিউজনাউ ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সাকিব-হৃদয় ও মুশফিক-হৃদয়ের জুটিতে ৮ উইকেটে ৩৩৮ রানের রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ভালো শুরু করেছিল আইরিশরা। প্রথম ১০ ওভারে ৬০ রানে উইকেট দেয়নি তারা। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৫৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড । বাংলাদেশ ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

শুরুতে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটি টিকে ছিল মাত্র ১৪ বল। লিটন দাসকে ক্রিজে রেখে অধিনায়ক তামিম ইকবাল মার্ক এডায়ারের শিকার হন ৯ বলে ৩ রান করে। এরপর লিটন ৩১ বলে ২৬ ও নাজমুল হোসেন শান্ত ৩৪ বলে ২৫ রান করে বিদায় নেন। ৮১ রানের মধ্যেই সাজঘরে তিন ব্যাটার।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন চারে নামা সাকিব আল হাসান ও পাঁচে নামা তৌহিদ হৃদয়। দুজনের মন মাতানো ব্যাটিং একদিকে রানের চাকা সচল রেখেছে, অন্যদিকে আইরিশদের চাপ বাড়িয়েছে। দুজনের ১৩৫ রানের পার্টনারশিপ ভাঙে সাকিব বিদায় নিলে। খুব সাবলীল ব্যাটিংয়ে ৮৯ বলে ৯৩ রান করার পথে সাকিব হাঁকান ৯টি চার।

সাকিবের মতো হৃদয়ও অল্পের জন্য শতকের দেখা পাননি। ৮৫ অভিষেকেই ৮৫ বলে ৯২ রানের ঝলমলে ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা হাঁকানো হৃদয় বুঝিয়ে দিয়েছেন, 'লম্বা রেসের ঘোড়া' হিসেবেই ওয়ানডে দলে এসেছেন তিনি। অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড এখন হৃদয়ের।

৬ নম্বরে নেমে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। মাত্র ২৬ বলের মোকাবেলায় ৪৪ রান করেন তিনি, তাকেও আক্ষেপ নিয়ে ফিরতে হয় সাজঘরে। তার আগে হাঁকান ৩টি করে চার-ছক্কা। শেষদিকে ইয়াসির আলী চৌধুরীর ১০ বলে ১৭, তাসকিন আহমেদের ৭ বলে ১১ ও নাসুম আহমেদের ৭ বলে অপরাজিত ১১ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল। দুই ওপেনার স্টিফেন ডোহেনি ও পল স্টার্লিং উদ্বোধনী জুটিতে এনে দেন ৬০ রান, খেলেন প্রথম পাওয়ারপ্লের পুরোটা। তবে দ্বাদশ ওভারে দলীয় ৬০ রানে ৩৮ বলে ৩৪ রান করা ডোহেনি বিদায় নিতেই ভাঙনের শুরু। ৩১ বলে ২২ রান করে স্টার্লিংও ফেরেন সাজঘরে।

শেষদিকে জর্জ ডকরেল খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও ১৮৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের। ৩০.৫ ওভারে ১৫৫ রানে থামে আয়ারল্যান্ড।

বাংলাদেশের বোলার-ফিল্ডাররা এদিন দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে ক্যামিও তোলা মুশফিক উইকেটের পেছনে দাঁড়িয়ে তালুবন্দী করেন পাঁচটি ক্যাচ। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন চৌধুরী চারটি, নাসুম আহমেদ তিনটি, তাসকিন আহমেদ দুটি ও সাকিব আল হাসান একটি উইকেট শিকার করেন।

নিউজনাউ/কেআই/২০২৩
 

X