alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সাকিব-হৃদয়ের ঝড়ো ইনিংস, বাংলাদেশের রেকর্ড রান

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০৬:৫২ পিএম

সাকিব-হৃদয়ের ঝড়ো ইনিংস, বাংলাদেশের রেকর্ড রান
alo

নিউজনাউ ডেস্ক: সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ঝড়ো ইনিংসের ওপর ভর করে প্রথম ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ডকে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে এই লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিকরা। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৩ রান করেছিল।

সাকিব আল হাসান আউট হলেন ৯৩ রানে, অভিষিক্ত তৌহিদ হৃদয় আউট হলেন ৯২ রানে। ঝড়ো ব্যাটিং করলেন মুশফিকুর রহিমও। 

কিন্তু লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত মিলে বিপর্যয়কর অবস্থাকে বাড়তে দেননি। যদিও তারা দু’জন ইনিংসকে বড় করতে পারেননি। ২৬ রানে লিটন এবং ২৫ রানে নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান। ৮১ রানে ৩ উইকেপ পড়ার পরই অভিষিক্ত তৌহিদ হৃদয়কে নিয়ে জুটি বাধেন সাকিব আল হাসান।

১৩৫ রানের বিশাল জুটি গড়ে তোলেন এই দুই ব্যাটার। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব। ৮৯ বলে ৯৩ রান করে আউট হয়ে যান তিনি। তৌহিদ হৃদয় আউট হলেন ৯২ রান করে। ২৬ বলে ৪৪ রান করেন মুশফিকুর রহিম। সব মিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান করে বাংলাদেশ।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X