alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

হাটহাজারীতে কেএম ইলেভেন স্টার অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০২:১৫ পিএম

হাটহাজারীতে কেএম ইলেভেন স্টার অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
alo

হাটহাজারী প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্বরণে হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড চারিয়া কে.এম. ইলেভেন স্টার কর্তৃক আয়োজিত নাইট অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় উক্ত খেলার পৃষ্ঠপোষক মোঃ কায়ছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। 

খেলাটি উদ্বোধন করেন, ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আকতার হোসেন খাঁন সুমন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ছিদ্দিক আহমদ বি.কম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম। হাটহাজারী মডেল থানার ওসি (গোয়েন্দা) মোঃ আমির হোসেন। পৌরসভার সহায়ক সদস্য আলহাজ্ব এস.এম রফিকুল ইসলাম। মির্জাপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ডাক্তার মুছা,মোঃ আবু তাহের, আমিনুল হক সওদাগর প্রমুখ। 

কে.এম. ইলেভেন স্টার এর আয়োজনে উক্ত খেলার মিডিয়া পার্টনার ছিলেন, দৈনিক মানবজমিন (সাংবাদিক) মো. আবু শাহেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, কে.এম. ইলেভেন স্টারের সদস্য মোঃ জয়নাল আবেদীন কায়সার। এরপর অতিথি ও খেলোয়াড়েরা দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সঙ্গীত পাঠ করেন। অতিথিদের ফুল দিয়ে বরণ শেষে খেলার মাঠে চতুর্পাশে দর্শকদের আনন্দ উল্লাসে পৌরসভা ১নং ওয়ার্ড রঙ্গিপাড়া ফুটবল একাদশ বনাম চারিয়া পশ্চিম সিকদার পাড়া ফুটবল একাদশ শূন্য-শূন্য গোলে খেলা সম্পন্ন হয়। পরে ট্রাইবেকারে ২-১ গোলে রঙ্গিপাড়া ফুটবল একাদশ বিজয় লাভ করেন। খেলা শেষে বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

নিউজনাউ/আরএইচআর/২০২৩
 

X