alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

অনলাইনে এখনই কাটতে পারবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ০৯:২৫ পিএম

অনলাইনে এখনই কাটতে পারবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট
alo

নিউজনাউ ডেস্ক: ১৮ মার্চ থেকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট অনলাইনেই কিনতে পারবেন দর্শকরা। আগে থেকে এমন জানানো হলেও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা আসে বৃহস্পতিবার (১৬ মার্চ)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা থেকেই প্রথম ওয়ানডের টিকিট অনলাইনে কিনতে পারবেন দর্শকরা।

বিসিবির দেয়া ওয়েবসাইট থেকে টিকিট কিনতে পারবেন দর্শকরা। https://ticket.tigercricket.com.bd - এই লিঙ্কে ক্লিক করে টিকিট কেনা যাবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের টিকিটও এই লিঙ্কে প্রবেশ করে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে কেনা যাবে।

বিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১টার মধ্যে টিকিট কেনা যাবে।রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের প্রয়োজন পড়বে। নিবন্ধনের পর একটি অ্যাকাউন্ট থেকে একজন সর্বোচ্চ দুটি টিকিট কেনা যাবে। পরবর্তীতে নির্ধারিত বুথ থেকে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে সেই টিকিট স্ব-শরীরে সংগ্রহ করতে হবে। 

এদিকে বিসিবি স্বশরীরে কেনার জন্য প্রচলিত টিকিটের মূল্য তালিকাও প্রকাশ করেছে । বাংলাদেশ-আয়ারল্যান্ডের প্রথম ওয়ানডে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ায়। সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে এই অর্থ খরচ করতে হবে। তাছাড়া ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ ও ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার থেকে।

নির্ধারিত  দুটি বুথ হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টার ও সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টার। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাউন্টার থেকে টিকিট কেনা যাবে।

সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারকে।অনলাইন টিকিটের জন্য বুথ নির্ধারণ করা হয়েছে।

নিউজনাউ/এইচকে/পিপিএন/২০২৩

X