alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আরেকটি ড্র সৌদিতে বাংলাদেশের

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৩, ১২:১১ পিএম

আরেকটি ড্র সৌদিতে বাংলাদেশের
alo


নিউজনাউ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল রাতে সৌদির মদীনায় আরেকটি অনুশীলন ম্যাচ খেলেছে। আগের ম্যাচের প্রতিপক্ষ মদীনার ওহুদ ক্লাবের মতো আফ্রিকা মহাদেশের দল মালাউইয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন জামাল ভুইয়ারা।

ক্লোজড ডোর ম্যাচে দুই দলই দুই একাদশ খেলিয়েছে। ম্যাচের দুই গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৫ মিনিটে চিউকেম্পোর গোলে মালাউই লীড নেয়। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে বিশ্বনাথ ঘোষ গোল করে সমতা আনেন। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলেকে দুই ম্যাচেই কোচ হ্যাভিয়ের পরখ করে দেখেছেন। 

দিন দশেক সৌদি আরবের মদীনায় অনুশীলন করে বাংলাদেশ দল আগামীকাল বাংলাদেশে পৌছাবে। বাংলাদেশে পৌঁছে কালই সিলেট যাওয়ার কথা। সিলেটে ২৫ ও ২৮ সেপ্টেম্বর সিশেলসের বিপক্ষে ২টি ম্যাচ খেলবেন জামালরা।

নিউজনাউ/এফএসএস/২০২৩

X