alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে বিসিবি একাদশের হার

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৩, ০৮:৪৭ পিএম

প্রস্তুতি ম্যাচে আইরিশদের কাছে বিসিবি একাদশের হার
alo

নিউজনাউ ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৮ মার্চ। এর আগে বুধবার (১৫ মার্চ) সফরকারীদের বিপক্ষে সিলেটে প্রস্তুতি ম্যাচ খেলেছে বিসিবি একাদশ। যেখানে আয়ারল্যান্ডের কাছে ৭৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল বিসিবি একাদশ। 

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আইরিশদের দেওয়া ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ ভালোই শুরু করেছিল বিসিবি একাদশ। তবে দলীয় ৩৫ রানের মাথায় ওপেনার জাকির হাসান ক্রিজে থিতু হয়েও গ্রাহাম হিউমের বলে ১৮ রান করে ফিরে যান। এরপর আরেক ওপেনার সৌম্য সরকার তখনো অবিচল। আশফাক আহমেদ রোহানকে নিয়ে এগোচ্ছিলেন ভালোভাবেই। তবে দলীয় ৭৯ রানে আউট হয়ে ফিরে যান রোহান।
পরে শুরু হয় ব্যাটিং ধস। একে একে আউট হতে থাকেন শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার এবং ইয়াসির আলী রাব্বী। বিসিবি একাদশ দলীয় ১০০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে । এরপর দলের হাল ধরেন দুই ব্যাটার আকবর আলী এবং শামীম পাটোয়ারী। তবে দলীয় ১৪০ রানে আকবর ফিরলে আরও চাপে পড়ে বিসিবি একাদশ। 

পরবর্তীতে ব্যক্তিগত ৩৬ রানে শামীম আউট হলে আর কেউই ম্যাচটি টানতে পারেনি। ফলে ১৮১ রানেই থামে বিসিবি একাদশের ইনিংস। 

এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে কুর্তিস ক্যাম্ফার এবং পল স্টার্লিংয়ের হাফ সেঞ্চুরিতে ৪০ ওভারে ২৫৫ রান করে আইরিশরা। 

পরবর্তীতে ম্যাচ চলাকালে বৃষ্টি শুরু হলে ডিএলএস মেথড অনুযায়ী ৪০ ওভার শেষে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রানে।

নিউজনাউ/এইচকে/পিপিএন/২০২৩

X