alo
ঢাকা, সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো চীন আ.লীগ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৩৯ পিএম

শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো চীন আ.লীগ
alo

 

চীন প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে চীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চীন আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়। চীনের গুয়াংজুতে এবং ঢাকার গুলশানে পৃথক পৃথক দুটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) চীনের গুয়াংজু শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জসীম হোসাইন, কল্লোল, খায়রুল হাসান রনি, অমিত, ফয়সাল, শামীম, সায়েম, রুমি, ইয়াসিন সহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ থেকে অনলাইনে যোগ দেন, যাদব দেবনাথ, দেওয়ান সাজ্জাদ হোসাইন, মহসিন ইমাম চৌধুরী, এমডি ফরিদ উদ্দিন, তরুন কান্তি দাস কান্তি, শ্যামা , এবিএম মাজহারুল মুজিবসহ অন্যান্যরা।  

শেখ হাসিনার আরও দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন বলে আশা করেন নেতাকর্মীরা।

নিউজনাউ/আরবি/২০২২

X