চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপর আরেকটি মামলায় রিমান্ড চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
রবিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব ও মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে পৃথক আদেশ দেন।
এর আগে, পুলিশ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকে সাত দিন করে রিমান্ডের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।
দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে পুলিশ আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
কোর্ট পুলিশের কোতোয়ালি থানার জিআরও আবছার উদ্দিন রুবেল বলেন, সহিংসতার দুটি মামলায় মহানগর যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তিকে শ্যোন অ্যারেস্ট করা হয়েছে। আরেকটিতে রিমান্ডের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি বিএনপির ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি দিবাগত রাতে কোতোয়ালি থানায় চারটি মামলা করা হয়। এসব ঘটনায় দীপ্তিকে মূলহোতা হিসেবে মনে করে ১৭ জানুয়ারি কুমিল্লার জেলার মায়ামী হোটেল থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
নিউজনাউ/আরএইচআর/২০২৩