alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন; এবার ডেডলাইন ফেব্রুয়ারি

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৩, ০৩:১৬ এএম

চট্টগ্রাম মহানগর আ.লীগের সম্মেলন; এবার ডেডলাইন ফেব্রুয়ারি
alo

 

চট্টগ্রাম ব্যুরো: বারবার সময় নির্ধারণ করে দিয়েও কয়েক দফায় পিছিয়ে যাওয়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে! সবকিছু ঠিকঠাক থাকলে এবং অসম্পূর্ণ ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলন শেষ করে আগামী ফেব্রুয়ারি মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (১৫ জানুয়ারি) নগরের একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি-জামায়াতের ‘ধ্বংসাত্মক’ কর্মসূচি চলাকালে নগরের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বর, অলংকার, অক্সিজেন, বহদ্দারহাট, ইপিজেড মোড়ে আজ সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, সংগঠনকে গতিশীল করার কোনো বিকল্প নেই। তৃণমূল শক্তি সংগঠনের ঐক্যের ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় হলে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় অনিবার্য। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয় ছাড়াও আর কোনো বিকল্প নেই। এই বিজয় নিশ্চিত করার জন্য এখন থেকে তৃণমূলস্তরের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়ন ও জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রার অর্জনগুলো পৌঁছে দিতে হবে।

সভায় ১৮ জানুয়ারি সভাপতিমণ্ডলীর সভা, ২১ জানুয়ারি কার্যনির্বাহী কমিটির সভা এবং ২৩ জানুয়ারি বর্ধিত সভার সিদ্ধান্ত হয়েছে।

সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৩২টি ইউনিটের মধ্যে ১২৪টি ইউনিট সম্মেলন সম্পন্ন হলেও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে সম্মেলন হয়েছে মাত্র তিনটিতে। আর ১৫ থানার মধ্যে একটিরও সম্মেলন করা সম্ভব হয়নি

এর আগে মহানগর আওয়ামী লীগের সম্মেলন একাধিকবার পিছিয়ে যায়। গত ২৬ অক্টোবর সার্কিট হাউসে চট্টগ্রামের ১৫ থানার সাংগঠনিক দলের নেতাদের সাথে বৈঠকে ৪ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভার কারণে তা পিছিয়ে যায়। এর আগে ১ অক্টোবর ছিল মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ। সেই তারিখে তক হয়নি।

পরবর্তীতে গত ৯ নভেম্বর মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথ প্রতিনিধি সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১২ ডিসেম্বর দক্ষিণ জেলার এবং ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। কিন্তু দক্ষিণের সম্মেলন সঠিক সময়ে হলেও সেবারও পিছিয়ে গিয়েছিল সম্মেলন। অবশেষে জানা গেল ফেব্রুয়ারিতে হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন।

নিউজনাউ/পিপিএন/২০২৩

X