রংপুর ব্যুরো: রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শাহাজাদা।
ঠেলাগাড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ২শ’৯ ভোট। এছাড়া অপর প্রার্থী সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২শ’ ৬৪ ভোট।
রবিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬ টায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানিয়েছেন, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১শ’ ৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মল্লিক লাটিম প্রতীকে এক হাজার ৮শ’ ৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রবিবার পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকারিভাবে শাহাজাদাকে কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।
নিউজনাউ/পিপিএন/২০২৩