alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে পা না দেয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৩, ১১:২৬ এএম

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে পা না দেয়ার আহ্বান ভূমিমন্ত্রীর
alo

 

চট্টগ্রাম ব্যুরো: বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উচ্চাসনে আসীন করেছেন। তবে বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশি-বিদেশি শক্তি নানাভাবে ষড়যন্ত্র করছে। 

শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কেন্দ্রে চট্টগ্রাম সমিতি-ঢাকার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রে পা না দিয়ে শেখ হাসিনার ওপর আস্থা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি, ঢাকার দারিদ্র্য বিমোচন কর্মসূচির অংশ হিসেবে ১১৫টি সেলাই মেশিন ও ৭০টি ভ্যানগাড়ি বিতরণ করেন তিনি। বৃহত্তর চট্টগ্রামের অসচ্ছল ব্যক্তির জীবনে স্বনির্ভরতা আনতে সমিতির জাকাত তহবিল/কল্যাণ ফান্ড থেকে এসব ভ্যানগাড়ি ও সেলাই মেশিন দেওয়া হয় বলে জানানো হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক এবং চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জয়নুল আবেদীন জামাল।

নিউজনাউ/২০২৩

X