মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষ দিনের ভোররাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতরা চমেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ৬টি মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার ভোরে উপজেলার জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা সমাপ্ত ঘোষণা করে বাড়ি ফিরছিলেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আহতরা হলেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউছার আহমেদ আরিফ, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন ইমন, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেদ বিন কামাল অনিক, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ, আব্দুর রহমানসহ ১০ জন। যাদের মধ্যে কাউছার আহমেদ আরিফের অবস্থা আশাংকাজনক বলে জানা গেছে।
এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজয় মেলা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম মাষ্টার বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা আগত ক্লিন ইমেজের ছাত্রলীগের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ কারা করেছে সেটি সবাই দেখেছে এবং সবাই জানে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কিংবা মানুষ হত্যা করে আধিপত্যে বিস্তার করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
জোরারগঞ্জ বিজয়মেলা উদযাপন পরিষদের কো চেয়ারম্যান বাবু শ্যামল দেওয়ানজী বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। যারা ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকেই সন্ত্রাসী। সন্ত্রাসী ছাড়া এই ধরণের ঘটনা ঘটানো সম্ভব না।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন জানান, ঘটনার শুনার পর তাৎক্ষণিক একটি ফোর্স পাঠানো হয়েছে। বিষযটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজনাউ/পিপিএন/২০২৩