alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

আমরা আমাদের একজন প্রিয় নেতাকে হারালাম: খন্দকার মোশাররফ

প্রকাশিত: ০১ জানুয়ারী, ২০২৩, ০২:১০ পিএম

আমরা আমাদের একজন প্রিয় নেতাকে হারালাম: খন্দকার মোশাররফ
alo

 

নিউজনাউ ডেস্ক: অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসনের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রবিবার নয়াপাল্টনে জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে আমরা অত্যন্ত শোকাহত। আমরা আমাদের একজন প্রিয় নেতাকে হালাম, যিনি দলের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, জাতীয়তাবাদী শক্তির পক্ষে এবং বিচারালয়ে উচ্চতর আদালতে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছেন।’

‘তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে এটা পূরণ হওয়ার নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘আইনজীবীরা তাদের আইনজীবী অভিভাবক হারাল। আমরা একজন জাতীয়তাবাদী আদর্শের একজন নেতাকে হারালাম। আমরা আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করেন।’

জানার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসনকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। কফিনে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদন করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ।

তারা মরহুম খন্দকার মাহবুব হোসেনের প্রতি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

নিউজনাউ/এসএইচ/২০২৩

X