নিউজনাউ ডেস্ক: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির মিছিল শেষ করার ঘোষণা দিয়ে নেতা-কর্মীদেরকে কোনো ঝামেলা না করে বাড়ি ফেরার নির্দেশ দিয়েছেন নেতারা।
শুক্রবার বেলা সাড়ে তিনটায় নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলের সামনের অংশ মগবাজার মোড়ে যাওয়ার পর তা শেষের ঘোষণা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
এসময় তিনি বলেন, আমাদের আজকের গণমিছিল এখানেই শেষ। আমি মিছিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনার সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাবেন। পথে কোনো ধরনের ঝামেলা করবেন না।
গণমিছিল শেষের স্থান অর্থাৎ মগবাজার মোড় ও আশপাশের এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।
সমাবেশ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ঢাকাসহ সব বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি করবে দলটি।
নিউজনাউ/এসএইচ/২০২২