alo
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি

প্রকাশিত: ০৯ অক্টোবর, ২০২২, ১২:৩১ পিএম

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি
alo


নিউজনাউ ডেস্ক: সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও মহাসচিব নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামালকে।

শনিবার (৮ অক্টোবর) বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এর আগে সারাদেশের বিএনপিপন্থী দুই শতাধিক আইনজীবীদের উপস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এই দুই জনকে নির্বাচিত করা হয়। তবে বাকি পদগুলো পরে পূরণ করা হবে।

এর আগে ২০১৯ সালের ৩ অক্টোবর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের নতুন কমিটি করে বিএনপি।

নিউজনাউ/আরবি/২০২২

X