alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

তৃণমূল বিএনপির নেতৃত্বে আসছেন কে, ঠিক হবে আজ

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩, ০২:১৪ পিএম

তৃণমূল বিএনপির নেতৃত্বে আসছেন কে, ঠিক হবে আজ
alo


নিউজনাউ ডেস্ক: ব্যারিস্টার নাজমুল হুদার মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়েছে তাঁর গড়া দল ‘তৃণমূল বিএনপি’। দলটির প্রধান দুই পদই এখন শূন্য। দলের উদ্যোক্তারা কী করবেন, কাকে নেতৃত্বে আনবেন—এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এজন্য তাঁর পরিবারের সঙ্গে বৈঠক করবেন দলটির নেতারা। 

রাজধানীর গুলশানে নাজমুল হুদার বাসভবনে আজ শনিবার বৈঠক হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান। তিনি একাধারে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বও পালন করছেন।

আক্কাস আলী জানান, পরিবারের যে কোনো একজন সদস্য দায়িত্ব নিলে দল পরিচালনায় সুবিধা হবে।

জানা যায়, ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী আইনজীবী সিগমা হুদা এবং দুই কন্যা অন্তরা সামিলা ও শ্রাবন্তী আমিনা। তাঁদের মধ্যে মেয়ে ব্যারিস্টার অন্তরার রাজনৈতিক অঙ্গনে কমবেশি পরিচিতি রয়েছে। নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা বেশ অসুস্থ। তাঁদের কেউই এখন দলের কোনো পদে নেই। এই পরিস্থিতিতে অন্তরা সামিলার পরিচিতিকে কাজে লাগিয়ে তৃণমূল বিএনপিকে এগিয়ে নিতে চান দলের নেতারা। এ বিষয়টি নিয়েই আজ বৈঠক হবে।

নিউজনাউ/আরবি/২০২৩

X