মিরসরাই প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। তিনি জন্ম গ্রহণ করেছেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আব্রাহাম লিংকসহ বিশ্বে যত বড় নেতা আছে সবাইকে তাক লাগিয়ে দিয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চ লাখ লাখ জনতার সামনে না দেখে ভাষন রাখেন। পশ্চিম পাকিস্তান কখনো চিন্তা করে নাই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা ১০০ আসন পাবো। কিন্তু আমরা ২৬০ আসনের মধ্যে ১৫৮ আসনে জয় লাভ করি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে জাতির পিতার ১০৩তম জন্মদিন উপলক্ষে এমপির ঐচ্ছিক তহবিল থেকে দুইটি ব্যাটারি চালিত রিক্সা, সেলাই মেশিন ও বিভিন্ন অস্বচ্ছল রোগীর মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
নিউজনাউ/পিপিএন/২০২৩