alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে কাদেরের হুঁশিয়ারি- ‘নাছির,নওফেল; দ্বন্দ্ব বন্ধ করতে হবে’

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৩, ০৭:৪০ পিএম

চট্টগ্রামে কাদেরের হুঁশিয়ারি- ‘নাছির,নওফেল; দ্বন্দ্ব বন্ধ করতে হবে’
alo

 

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নাছির-নওফেল এখানে আছে। আমি তরুণ তুর্কিদের নিয়ে মাঝেমধ্যে দুশ্চিন্তায় পড়ি। নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ, এটা বন্ধ করতে হবে। কেন এই রেষারেষি? একই দল করে, একই রাজনীতি আর আদর্শের অনুসারী হয়ে, কেন আমাদের মধ্যে পাল্টাপাল্টি’।

শনিবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের আয়োজন প্রয়াত মোসলেম উদ্দিন আহমদ এমপির স্মরণে নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনাদের মধ্যে কেন ধাওয়া-পাল্টা ধাওয়া, এসব পত্রিকায় যখন দেখি আমরা লজ্জ্বা পাই। তবে আমি একটা কথা বলে রাখি, শেখ হাসিনা জিরো টলারেন্স অপকর্মের বিরুদ্ধে’। এই অবধি কাউকে তিনি স্পেয়ার করেননি। যারা অপরাধ করেছে তাদের তিনি শাস্তি দিয়েছেন’।

মন্ত্রী এসময় আবরার হত্যার ইস্যু টেনে বলেন, ‘এই হত্যাকান্ডের সাতে যারা জড়িত সকলেই ছাত্রলীগের। ক্ষমা পাননি একজনও। বিশ্বজিত হত্যায় সব ছাত্রলীগ জড়িত ছিলো। ছাত্রলীগ পরিচয়ে একজনও ক্ষমা পাননি। শেখ হাসিনা কাউকে ছাড় দেবেননা’। ছাত্রলীগের নামে সবখানে যা হচ্ছে, এসব কষ্ট দেই আমাদের’।

ওবায়দুল কাদের এসময় মোসলেম উদ্দিন দলের অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বলেন, আমার জহুর আহমেদ চৌধুরীর কথা মনে পড়ে। মনে পড়ে এম এ হান্নান, আখতারুজ্জামান চৌধুরী বাবু,  এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কথা। মঞ্চে জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আছেন। আমি উনাকে বলব, ‘অপরাহ্নের বেলা’। আমি বিকেল বলবো না, বলবো অপরাহ্নের বেলা’।

শোক সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, হুইপ শামসুল হক চৌধুরী এমপি, আওয়ামী লীগের অর্থ সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম প্রমুখ।

নিউজনাউ/জেআর/২০২৩

X