নিউজনাউ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মহল সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু তৈরির চেষ্টা করছে। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল থাকলে প্রয়োজন অনুসারে সংশোধন করা হবে।
শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে।
সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগ আমলে নিয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। তাই ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।
অনুষ্ঠানে ইউসুফ রেজাউর রহমানের সভাপতিত্বে এবং সৈয়দ এ হাবিবের সঞ্চালমায় বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেইরা।
অনুষ্ঠানে দ্যা গ্রেগরিয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠানের সাবেক ছাত্র মুজাহিদ হোসেন সেলিম, প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজনাউ/জেআর/২০২৩