alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মেয়াদ বাড়ল রাষ্ট্রপতির প্রেস সচিবের

প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৩, ০৭:১২ পিএম

মেয়াদ বাড়ল রাষ্ট্রপতির প্রেস সচিবের
alo


নিউজনাউ ডেস্ক:  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব পদে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. জয়নাল আবেদীন। বুধবার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ছয় মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, মো. জয়নাল আবেদীন তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান জয়নাল আবেদীন।

নিউজনাউ/এফএস/২০২৩

X