নিউজনাউ ডেস্ক: বাংলাদেশও একদিন যুদ্ধবিমান তৈরি করবে এবং দেশের আকাশসীমা রক্ষা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে গবেষণার আহবান জানান তিনি।
অসামান্য দক্ষতা অর্জন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখায় বিমান বাহিনীর ১১ স্কোয়াড্রন ও ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।
যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে আয়োজিত এ অনুষ্ঠানে সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানপ্রাপ্ত দুটি স্কোয়াড্রনের সদস্যদের অভিনন্দন জানান তিনি।
জাতীয় পতাকা পাওয়া বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা পাওয়ার যোগ্যতা অর্জন করা গৌরব ও সম্মানের। এ পতাকার মান রক্ষা করা সবার দায়িত্ব। আমি মনে করি, আপনারা এই মর্যাদা রক্ষা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আকাশকে সুরক্ষিত রাখতে গড়ে তোলা হচ্ছে আধুনিক বিমান বাহিনী। করোনাকালে কোভিড আক্রান্ত রোগী পরিবহনসহ বিভিন্ন ভূমিকা রাখায় বিমান বাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
নিউজনাউ/এএস/২০২১