নিউজনাউ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। এদের মধ্যে মাত্র ৩১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, ভ্যাকসিন দেওয়া স্থানে লাল হওয়া ইত্যাদি) দেখা গেছে।
আর এখন পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৬০৯ জনের। সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ভ্যাকসিন নিয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৮০ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন ও নারী ৮৫ হাজার ৫০০ জন।
বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন ও সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন রয়েছেন।
নিউজনাউ/টিপিএম/২০২১