আল তানভীর নেওয়াজ: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেশের অন্তত ৫টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এ দাবিতে ইতোমধ্যেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হল খুলে না দিলেও শিক্ষার্থীরা জোরপূর্বক তালা ভেঙে হলে প্রবেশ করছে।
দেশের বৃহৎ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে আন্দোলনে নেমেছেন। এরমধ্যে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের সঙ্গে ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে।
হল ও ক্যাম্পাস খোলার দাবিতে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের তালা ভেঙ্গে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল এবং অমর একুশে হলের ভেতরে অবস্থান নিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
এর আগে প্রশাসনের নির্দেশ অমান্য করে আজ দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে প্রবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
হলে প্রবেশের পর এবার সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে হল খোলাসহ ৬ দফা দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের মূল ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন কর্তৃক কোনো বাধার সম্মুখীন হতে হয়নি শিক্ষার্থীদের।
এর আগে গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের তালা ভাঙ্গে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে ফজিলাতুন্নেসা হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করে শিক্ষার্থীরা। পরে একে একে সব হলের তালা ভাঙতে শুরু করে।
গত মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে রূপাতলী বাসস্ট্যান্ডে বিআরটিসি বাসের এক শ্রমিক মারধর ও লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে রূপাতলী বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবির মুখে রফিক নামের অভিযুক্ত বাসশ্রমিককে গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ।
গেল রবিবার ক্যাম্পাস ও আবাসিক হল খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে উত্তাল হয়ে উঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত না জানালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
আবাসিক হল না খোলা পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ছাড়াও হলের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৩ ফেব্রুয়ারি খুলে দেয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। হল খুলে দেয়ার দাবিতে শনিবার বিকাল থেকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এই দাবিতে তারা রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান নেন।
করোনা মহামারির কারণে গতবছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
নিউজনাউ/টিএন/২০২১