alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে ৮.৭১ শতাংশ

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৩, ০৮:২৬ পিএম

ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে ৮.৭১ শতাংশ
alo

নিউজনাউ ডেস্ক: এর আগে নভেম্বরে .৮৫ শতাংশ সার্বিক মূল্যস্ফীতি হারের তথ্য দেয় পরিসংখ্যান ব্যুরো, সে হিসাবে ডিসেম্বরে কমেছে শূন্য দশমিক ১৪ শতাংশ।

 

২০২২ সালের শেষ মাস ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এসময়ে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮.৭১ শতাংশ।

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া ডিসেম্বর মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে।

এর আগে নভেম্বরে ৮.৮৫ শতাংশ হারে সার্বিক মূল্যস্ফীতির তথ্য দেয় সরকারি সংস্থাটি, সে হিসাবে ডিসেম্বরে এটি কমেছে শূন্য দশমিক ১৪ শতাংশ।

গেল বছরের আগস্টে এক দশকের মধ্যে সর্বোচ্চ– ৯.২৫ শতাংশে পৌঁছায় সার্বিক মূল্যস্ফীতি। অক্টোবরে যা কিছুটা কমে ৮.৯১ শতাংশে নামে, এবং তারপরের মাসগুলোয় আরও কমে আসতে থাকে।

ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি নভেম্বরের ৮ দশমিক ১৪ শতাংশ থেকে ৭ দশমিক ৯১ শতাংশে নেমে এসেছে। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসের ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।  

ডিসেম্বরে  দিনমজুর ও শ্রমিকদের মজুরি বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ০৩ শতাংশে, যা নভেম্বরের চেয়ে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশীয় পয়েন্ট বেশি। তবে এ আয় হারের বৃদ্ধি ছিল- মূল্যস্ফীতি হারের চেয়ে ১ দশমিক ৬৮ শতাংশ কম। এই ঘটনা কর্মজীবী মানুষের ক্রয় সক্ষমতা হ্রাস পাওয়ার দিকটি তুলে ধরছে।  

বিবিএস প্রতি মাসে কৃষি শ্রমিক, পরিবহন কর্মী, বিড়ি শ্রমিক, জেলে, দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ ৪৪ ধরনের শ্রমিকের মজুরির তথ্য সংগ্রহ করে মজুরি হার সূচক তৈরি করে। এর মধ্যে শিল্প খাতের ২২ ধরনের এবং কৃষি ও সেবা খাতের প্রতিটিতে ১১ ধরনের পেশা অন্তর্ভুক্ত

বিবিএস এর প্রতিবেদনে গত ১২ মাসে (২০২২ সালে) গড় মূল্যস্ফীতি ৭.৭০ শতাংশ ছিল বলেও উঠে এসেছে। এর আগে ২০২১ সালের মাসিক গড় ছিল ৫.৫৪ শতাংশ।

 

X