চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
রবিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে প্রার্থী। সে কোন দলের, মতের, গোত্রের সেটা পরিচয় নয়। প্রত্যেককে তাদের নির্বাচনী প্রচারণায় আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের।’
নির্বাচনে সহিংসতা নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটির নির্বাচনে সহিংসতার বিষয়টি মোটেই কাম্য ছিলো না। আমি সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি আমরা।’
ইভিএম নিয়ে তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) একটি গ্রহণযোগ্য পদ্ধতি। ধীরে ধীরে মানুষ এই পদ্ধতি গ্রহণ করছে। ভবিষ্যতে বাংলাদেশের সব নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করার পরিকল্পনা করছি আমরা।’
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন কার্যালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান।