নিউজনাউ ডেস্ক: ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আমরা কাজ করছি। এই বছরের শেষেই এটি হতে পারে।
সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাপানের বিদায়ী রাষ্ট্রদূত।
উল্লেখ্য, গত২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। কিন্তু কোভিড-১৯ ও জাপানের রাজনৈতিক অস্থিরতার কারণে সফরটি স্থগিত করা হয়। জাপানি রাষ্ট্রদূত আরও বলেন, আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কাজ করছি। তিনি বলেন, ‘জাপানের অনেক বড় বড় প্রকল্প এখানে রয়েছে। বাংলাদেশের উন্নয়নে জাপান সব ধরনের সহযোগিতা অব্যহত রাখবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আমার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে। আমি দেশটির বিভিন্ন এলাকা ঘুরেছি। এগুলো স্মরনীয় হয়ে থাকবে।’
নিউজনাউ/এফএস/২০২২