alo
ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনেও চলছে নৌ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২, ০৯:২৮ এএম

দ্বিতীয় দিনেও চলছে নৌ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
alo


নিউজনাউ ডেস্ক: ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে লঞ্চ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। এতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ চলাচল। ফলে ঢাকাসহ সারাদেশের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। জলপথে পণ্য পরিবহন বন্ধ থাকায় কয়েকটি নৌবন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘটে যাওয়ায় আটকা পড়েছে লাখ লাখ টন পণ্য।

নৌযান শ্রমিকদের সর্বনিন্ম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১২ লাখ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশসহ ১০ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ এবং আটটি নৌযান সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

একই দাবিতে কার্গো বাল্ক্কহেড নৌ শ্রমিক ঐক্যজোটও গতকাল রোববার ভোর ৬টা থেকে অবিরাম কর্মবিরতি শুরু করেছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুল ইসলাম জানান, তাঁরা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। বারবার আশ্বাস দিলেও কোনোটিরই বাস্তবায়ন নেই। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।

এদিকে, নৌ শ্রমিকদের লাগাতার ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন নৌযান মালিকরা। এই ধর্মঘটকে 'অযৌক্তিক' বলছেন তাঁরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল বলেন, নৌযান শ্রমিকরা ধর্মঘট করছেন। এখানে আমাদের করার কিছু নেই। শ্রম মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। শ্রমিক-মালিক সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক শহীদুল্লাহ বলেন, নৌ শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের ব্যাপার। সেখানেই আলোচনার মাধ্যমে সমাধান হবে।

নিউজনাউ/আরবি/২০২২
 

X