alo
ঢাকা, মঙ্গলবার, ফেব্রুয়ারী ৭, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপি কর্মীদের 'চাঙ্গা' করার বিভাগীয় সমাবেশ লোকারণ্য

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২, ০৫:৫৬ পিএম

চট্টগ্রামে বিএনপি কর্মীদের 'চাঙ্গা' করার বিভাগীয় সমাবেশ লোকারণ্য
alo

 

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। দুপুরে সমাবেশ শুরু হলেও সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসতে শুরু করে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা। তাদের সরব উপস্থিতিতে সমাবেশের শুরুতেই পলোগ্রাউন্ড মাঠ পরিপূর্ণ হয়ে উঠে। তবে যতই সময় গড়িয়েছে কমেছে সমাবেশের উপস্থিতি।

 

বুধবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

 

সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন। দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান সমাবেশ পরিচালনা করছেন। প্রথমদিকে বিভিন্ন জেলা থেকে আসা বিএনপি নেতারা বক্তব্য রাখছেন।

 

বিএনপি নেতারা অভিযোগ করেন, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চান। তারা বলেন, চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।

 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত বিভাগীয় সমাবেশ কর্মসূচির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে। এতে কক্সবাজার, তিন পার্বত্য জেলা, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সমবেত হয়েছেন।

 

 

বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হওয়ার কারণে পলোগ্রাউন্ড এলাকায় বিভিন্ন সড়কে যানচলাচল বিঘ্নিত হচ্ছে। সমাবেশকে ঘিরে পলোগ্রাউন্ডসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ‘সমাবেশ যাতে শান্তিপূর্ণ হয়, রাস্তায় মিছিল নিয়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

 

নিউজনাউ/পিপিএন/২০২২

X