alo
ঢাকা, সোমবার, নভেম্বর ২৮, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

'আর না ফেরার' শঙ্কায় সাত দাবাড়ুকে ভিসা দেয়নি ইতালি

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২২, ০৫:০০ পিএম

'আর না ফেরার' শঙ্কায় সাত দাবাড়ুকে ভিসা দেয়নি ইতালি
alo

 

নিউজনাউ ডেস্ক: ইতালির সার্দিনিয়া শহরে হবে বিশ্ব জুনিয়র দাবা টুর্নামেন্টে। এতে অংশ নিতে দেশটির দূতাবাসে ভিসার আবেদন করেন বাংলাদেশের ৭ দাবাড়ু। কিন্তু তারা কেউ ভিসা পায়নি। ইতালির রাষ্ট্রদূত বলেছেন, 'বাংলাদেশিরা ইতালি গেলে আর ফিরে আসে না। তাই বাংলাদেশের দাবা দলকে ভিসা দেওয়া হবে না।' 

ইতালির সার্দিনিয়া শহরে আগামী ১১-২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্ব জুনিয়র দাবা। এই আসরে অংশ নিতে সাতজন দাবাড়ুর ভিসার আবেদন করে বাংলাদেশ। কিন্তু কাউকেই ভিসা দেওয়া হয়নি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই প্রথম পৃথিবীর কোনো দেশ ভিসা দিল না। বিষয়টি হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। 

তিনি বলেন, আগে ইউরোপের অনেক দেশেই গেছেন আমাদের দাবাড়ুরা। অথচ এবার ফিরে আসার চুক্তি করার পরও ভিসা দেয়নি দূতাবাস। এতে খুবই কষ্ট পেয়েছেন খেলোয়াড়রা।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য ও টিম লিডার মাহমুদা চৌধুরী মলি আক্ষেপ করে বলেন, বিস্তারিত জানিয়ে বিশ্ব দাবা সংস্থা ফিদে থেকে চিঠিও দেওয়া হয় দূতাবাসে। সেই চিঠির কোনও গুরুত্বই তারা দেয়নি তারা। সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রদূত আমার সঙ্গে ঠিকভাবে কথাও বলতে চাননি। শুধু বলেছেন, বাংলাদেশিরা ইতালিতে গেলে আর ফিরে আসে না। আর তাদের বয়স কম। সেখানে থেকে যাওয়ার আশঙ্কা আছে। তাই ভিসা দেওয়া হয়নি বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।

শামীম বলেন, আগে ইউরোপের অনেক দেশেই গেছেন আমাদের দাবাড়ুরা। অথচ এবার ফিরে আসার চুক্তি করার পরও ভিসা দেয়নি দূতাবাস। এতে খুবই কষ্ট পেয়েছেন খেলোয়াড়রা।
বিশ্ব জুনিয়র দাবায় বাংলাদেশ থেকে সাত জন খেলোয়াড়ের অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে দুজনের খরচ দেওয়ার কথা ছিল দাবা ফেডারেশনের। অন্যরা নিজ দল ও পৃষ্ঠপোষকের মাধ্যমে খরচ জোগাড় করেন। ঢাকা থেকে ইতালির টিকেট কাটা হয়। রোম থেকে ভেন্যুতে যাওয়ার বিমানের অফেরতযোগ্য টিকেটও কাটা হয়েছিল। এ ছাড়া ভিসা ফিসহ আর কিছু খরচ ছিল। ভিসা না পাওয়ায় প্রায় সাড়ে চার লাখ টাকা ক্ষতি হয়েছে বাংলাদেশ দাবা দলের।

নিউজনাউ/এসএইচ/২০২২

X