alo
ঢাকা, শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

ছোটবোনসহ টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২২, ১০:৫১ এএম

ছোটবোনসহ টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী
alo


নিউজনাউ ডেস্ক: ছোটবোন শেখ রেহানাসহ সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়কপথে পদ্মা সেতু পার হয়। 

এর আগে সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তারা।

জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার গাড়িবহর টোল দিয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করে। শেখ রেহানা গাড়িবহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন।

পরে তারা পদ্মা সেতু পার হয়ে সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন। সেখান থেকে যাত্রা করে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।

টুঙ্গিপাড়া পৌঁছে ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

নিউজনাউ/আরবি/২০২২

X